Posts

Showing posts from October, 2019

জামাল উদ্দিন আফগানি

                                জামাল উদ্দিন আফগানী সাইয়েদ জামাল উদ্দিন আফগানী ছিলেন উনিশ শতকের একজন বিশিষ্ট ইসলামি ব্যক্তিত্ব ।মুসলিম দর্শনে পন্ডিত সংস্কৃতিবান ও চিন্তাবিদ মহান এই ব্যক্তিত্ব মুসলিম পুনর্জীবনের জন্য তার জীবন ও প্রতিভা উৎসর্গ   করেছেন।স্বাধীনতার জন্য উপনিবেশ শক্তির বিরুদ্বে আন্দোলনে তিনিই প্রথম মুসলিম যিনি   সুস্পষ্ট রাজনৈতিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করেন।তিনি তার অনুসারীদের দ্বারা প্রসংশিত এবং তার বিরুধীদের দ্বারা বৃটিশ তথা উপনিবেশের চর হিসাবে আখ্যা দেয় তার আন্দোলনের ফলশ্রুতিতে সালাফিয়্যা এবং পরবর্তীতে ভ্রাতৃত্ব আন্দোলনের সূত্রপাত হয়।নিম্নে তার সম্পর্কে আলোক পাত করা হল। জন্ম ও প্রাথমিক জীবনঃ জামাল উদ্দিন আফগানি ১৮৩৮ সালে আফিগানিস্থানের কাবুলের নিকট বর্তী আসাদাবাদ গ্রামে জন্ম গ্রহন করেন।অন্য একটি সুত্রমতে ‘ Nikki kiddy ’ দাবি করেন যে তিনি ইরানের হামাদানের নিকট আসাদাবাদে জন্ম গ্রহন করেন। পিতার নিকট থেকে প্রথমিক শিক্ষা গ্রহণের পর তিনি প্...